জুলাইয়ে শহিদের জন্য জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া

by naymurbd1999@gmail.com

বায়তুল মুকাররম জাতীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। এতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীসহ সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।

এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্রজনতার রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে আজ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় বলেও তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222