জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে উপস্থাপিত হয়েছে ড্রোন শো। এ শোতে হটাৎ ভেসে উঠে—‘আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে’—এমন একটি বার্তা। এ বার্তারটির এক ছবি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি ড্রোন শোয়ের সেই অংশ তুলে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘সেল্ফ ক্রিটিক’।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যান। এ ঘঠনার এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নানা আয়োজনের মধ্যে অন্যতম ছিল আলোচিত ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’।
প্রায় ১২ মিনিট ধরে চলা এই ড্রোন ড্রামায় ১২টি মোটিফ উপস্থাপন করা হয়। শো এর শুরুতে দেখা যায় একটি হাত ‘ডু ইউ মিস মি’ লেখা একটি প্ল্যাকার্ড ধরে রেখেছে। পরক্ষণেই আকাশে ভেসে উঠে ফ্যাসিস্ট হাসিনার ভয়ানক মুখাকৃতি। এরপর ভেসে উঠে হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য। যার নিচে ‘খুনিকে ছাড়া ভালো আছে বাংলাদেশ’ লেখা দেখা যায়।
ড্রোন শো’তে আরও দেখানো হয় আয়না ঘরের বন্দিদের লোহার খাঁচা। যার নিচে লেখা দেখা যায়, ‘আয়না ঘরের অন্ধকারে বসে আর কাউকে লিখতে হচ্ছে না ‘I Love My Family’’। এরপরেই দেখানো হয় গুম হয়ে যাওয়া সেই কাউন্সিলর একরাম ও তার সন্তানদের ছবি। তার পরেই আকাশে ভেসে ওঠে ‘আব্বু তুমি কান্না করতেছো যে- বলে কাঁদছে না কোনো একরামের কন্যা’ লেখা। তারপরই লেখা ভেসে ওঠে, ‘দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে মরতে হচ্ছে না কোনো আবরার ফাহাদকে’।
এনএ/