হাসিনা-কামালদের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ, ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন

by Nur Alam Khan

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। আজ চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুন।

বুধবার (৬ আগস্ট) সকালেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিজ্ঞাপন
banner

এর আগে গত ৩ আগস্ট মামলার প্রথম সাক্ষী হিসেবে খোকন চন্দ্র বর্মণের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেইদিনই চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সূচনা বক্তব্য দেন এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

৪ আগস্ট দ্বিতীয় সাক্ষী হিসেবে শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান এবং তৃতীয় সাক্ষী পারভীন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন জেরা করেন।

আজকের শুনানিতে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যরা। আসামিপক্ষের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এবং রাজসাক্ষী মামুনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রথম মামলা দায়ের হয়। গত ১০ জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেয় ট্রাইব্যুনাল-১।

মামলায় দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী হতে আগ্রহ প্রকাশ করলে, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করে তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করে আদালত।

শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলার বাইরে আরও দুটি মামলা চলছে—একটি আওয়ামী লীগ আমলে গুম-খুনের অভিযোগে এবং অপরটি ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘গণহত্যা’র অভিযোগে দায়ের করা হয়েছে।

এই মামলার পরবর্তী শুনানির তারিখ ও সাক্ষীদের তালিকা আগামী দিনগুলোতে নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। বিশ্লেষকরা বলছেন, এই মামলা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিচারিক অধ্যায় হয়ে থাকবে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222