শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

by amirulislamluqman20@gmail.com

শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতাকর্মীরা।

বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ করে সমাবেশ করেন।

বিজ্ঞাপন
banner

এর আগে সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রওনা করে। পুলিশ তাদের গুলশান বাড্ডা লিংক রোড এলাকায় আটকে দিলেই সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জগপার নেতাকর্মীরা।

পুলিশের অনুরোধে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি স্থগিত করে দুপুর সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দিয়েছেন জাগপা নেতাকর্মীরা। এখন যান চলাচল স্বাভাবিক।

গত ৩০ জুন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছিল।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222