পল্লবীতে জুলাই বিপ্লব স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

by hsnalmahmud@gmail.com

মিরপুরের পল্লবীতে অবস্থিত মাদরাসা রিয়াযুল কুরআনে গতকাল ০৫.০৮.২০২৫ তারিখ মঙ্গলবারে এক আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ‘জুলাই বিপ্লব স্মৃতিচারণ সভা’। বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে এই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বিপ্লবকে স্মৃতিতে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস, পল্লবী শাখার সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি আব্দুল আজিজ কাসেমীর আহবানে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন লেখক, গবেষক ও চিন্তক আলেম মুফতি আবু সাঈদ। সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন বাস্তবায়নে ছিলেন জুলাই যুদ্ধের অন্যতম সৈনিক, বিশিষ্ট লেখক ও কথাসাহিত্যিক মাওলানা ইবরাহীম জামিল।

বিজ্ঞাপন
banner

সভায় বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লব এদেশের মানুষের আত্মমর্যাদার রক্ষাবকচ এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের অনন্য নিদর্শন। আজকের প্রজন্মের উচিত বিপ্লবের সেই চেতনাকে ধারণ করে বাতিলের মোকাবেলায় দৃঢ় অবস্থান গ্রহণ করা।’

বক্তারা আরো বলেন, ‘শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চিরন্তন, ঈমানি চেতনা কখনও কারো সামনে নত হবে না।’

সভার স্লোগান ছিল, ‘স্বৈরশাসন মোকাবেলায় আমাদের সাহস কোনোদিন ফুরাবে না!’

দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টার সেই সেমিনারে আলেচনা করেন, মুফতি আব্দুর রাকীব, মুফতি কামরুল ইসলাম, মুফতি মোশাররফ হোসেন, মুফতি আহসানুল্লাহ কাসেমী, মুফতি শামীম আহমাদ, জনাব মাহমুদুল হাসান।

আরও আলোচনা করেন মাওলানা আব্দুল্লাহ আল ফাহিম, হোসাইন আহমাদ, হাসান বিন আলী, সালমান, হুযাইফা, নুরুল হক, আতাউল্লাহ মাইমুন প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় উলামায়ে কেরাম, মাদরাসা শিক্ষক, ইউনিভার্সিটির ছাত্র, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি। কুরআন তেলাওয়াত, স্মৃতিচারণ, বক্তৃতা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সভা থেকে ঘোষণা করা হয় যে, আগামী বছরগুলোতেও জুলাই বিপ্লবের চেতনাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222