‘জুলাই অভ্যুত্থানের’ বর্ষপূর্তিতে রাষ্ট্রীয় কর্মসূচির সময় ব্যক্তিগত সফরে কক্সবাজার যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, অভিযুক্তরা সফরের আগে রাজনৈতিক পর্ষদকে কোনো তথ্য বা অনুমতি জানাননি। যাঁরা শোকজের আওতায় এসেছেন তারা হলেন—হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির দপ্তর সম্পাদক সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে দলীয় নীতিমালায় ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র জানায়।
হাআমা/