সেই মেজর সাদিকের স্ত্রী ডিবির হেফাজতে

by hsnalmahmud@gmail.com

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

এর আগে মেজর সাদিককে একই অভিযোগে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

গত ৩১ জুলাই ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে মেজর সাদিক আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন—এমন অভিযোগ উঠে এসেছে। বিষয়টি তদন্তাধীন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল নাজিম বলেন, ইউপিডিএফ ও জেএসএস-এর মতো উপজাতীয় সংগঠনগুলো চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতে জড়াচ্ছে। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে এতে বেসামরিক প্রশাসন ও পুলিশের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

তিনি জানান, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাদের ট্রেনিং ক্যাম্প ও অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। আরাকান আর্মি থেকে অস্ত্র সংগ্রহের চেষ্টা করলেও সংগঠনটি আগের মতো আর শক্তিশালী নয়।

গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “সেনাবাহিনী কোনো দলের পক্ষে নয়, বরং জীবন রক্ষাই তাদের দায়িত্ব। প্রতিটি জীবনই মূল্যবান। পরিস্থিতি মূল্যায়নে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যার জীবন হুমকির মুখে পড়বে, দলীয় পরিচয় যাই হোক না কেন, তাকে রক্ষা করাই সেনাবাহিনীর দায়িত্ব।”

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222