জুলাই সনদে শাপলা ও পিলখানা উপেক্ষায় ক্ষুব্ধতা ছড়িয়ে পড়ছে

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসের ঘোষিত ‘জুলাই সনদ’ নিয়ে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষত ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যা এবং ২০০৯ সালের বিডিআর (পিলখানা) বিদ্রোহের প্রসঙ্গ সনদে না থাকায় ইসলামী দল, আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী ও নাগরিক সমাজের অনেকেই এটিকে ‘অপূর্ণ’ ও ‘বৈষম্যমূলক’ ঘোষণা হিসেবে আখ্যা দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

গত ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই সনদ ঘোষণার পরপরই হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ জুলাই আন্দোলনে সক্রিয় অনেক আলেম-ওলামা ও সংগঠন সনদটি প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেন।

সনদে শাপলা গণহত্যা এবং পিলখানা ট্র্যাজেডির অনুপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও আলেম সমাজ।

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মোখতার আহমাদ বলেন, ‘শাপলার স্বীকৃতিহীন, পিলখানার উল্লেখবিহীন ঘোষণাপত্র প্রত্যাখ্যান করলাম।’

‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ বইয়ের জনপ্রিয় লেখক আরিফ আজাদ বলেন, ‘২০১৩ এর শাপলার নির্মম ঘটনা খুব দূরের কোনো অতীত নয়। এতকিছু আনলেন, শাপলার জন্য একটা লাইন বরাদ্দ করতে পারলেন না—এটা ভাবাই যাচ্ছে না। জুলাই যদি মুক্তির বার্তা হয়, তবে শাপলার মাটিতে তার একটি ইট পোঁতা ছিল।’

তিনি আরও বলেন, ‘মাদরাসাগুলোর অবদান, আলেম সমাজের ত্যাগ, এমনকি নিরপেক্ষভাবে নারী সমাজ ও প্রবাসীদের অবদানও এই সনদে অনুপস্থিত।’

তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলেম মাওলানা গাজী ইয়াকুব বলেন, ‘শাপলা চত্বরের ইতিহাস বাদ দিয়ে কোনো জুলাই সনদ পূর্ণাঙ্গ হতে পারে না। এই বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।’

‘ফেস দ্য পিপল’ সম্পাদক সাইফুর সাগর বলেন, ‘অনেকের অবদানকে উপেক্ষা করে তৈরি করা এই ঘোষণাপত্র জনগণের প্রতিনিধিত্ব করে না, তাই আমরা এটি প্রত্যাখ্যান করছি।’

‘জুলাই মাস্টারমাইন্ড’ খ্যাত প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার ইউটিউবে এক ভিডিও বার্তায় বলেন, ‘জুলাই ঘোষণাপত্র সংশোধন করতে হবে। প্রবাসী, নারী ও আলেম সমাজের অবদান অনুল্লেখযোগ্য নয়। বিডিআর-শাপলা গণহত্যা বাদ দিয়ে কোনো ঐতিহাসিক দলিল পূর্ণ হতে পারে না।’

এদিকে গণঅভ্যুত্থানের নায়ক ও রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, জুডিসিয়াল কিলিং, আগ্রাসনবিরোধী আন্দোলন, মোদীবিরোধী আন্দোলন, কোটা সংস্কার, আবরার ফাহাদ হত্যাকাণ্ড—এসব ঘটনাকে অন্তর্ভুক্ত করলে সনদটি হতো ঐতিহাসিকভাবে পূর্ণাঙ্গ ও জাতিগতভাবে গ্রহণযোগ্য।’

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222