জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপন চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জমিয়তের স্মারকলিপি প্রদান

by amirulislamluqman20@gmail.com

জাতিসংঘ মানবাধিকার কমিশনের বাংলাদেশে অফিস স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা শাখা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পঙ্কজ কড়ুয়ার কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
banner

স্মারকলিপিতে বলা হয়, জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের সদ্য স্বাক্ষরিত তিন বছরের এই চুক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এতে শুধু দেশের ভাবমূর্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যই আক্রান্ত হবে না, বরং ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতিতেও আঘাত আসবে বলে জমিয়তের নেতৃবৃন্দ মত প্রকাশ করেন।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: বাংলাদেশের বিচারব্যবস্থা ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা হুমকির মুখে পড়বে; পশ্চিমা সংস্কৃতির নামে ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ ধ্বংসের পথ তৈরি হবে; এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিদেশি শক্তির হস্তক্ষেপে খ্রিস্টান প্রভাবিত একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের আশঙ্কা বাড়বে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা মোতাহহের হোসাইন এবং সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান, কুমিল্লা মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী, মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, যুববিষয়ক সম্পাদক মাওলানা আনিস বিন আজিজ, মাওলানা আনোয়ার হোসাইন এবং মাওলানা শিব্বির আহমদ।

জমিয়ত নেতারা জানান, মানবাধিকারের নামে পশ্চিমা সংস্কৃতি ও মতাদর্শ চাপিয়ে দেয়ার অপচেষ্টা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তারা অবিলম্বে এই চুক্তি বাতিল করে দেশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার আহ্বান জানান।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222