জামিয়া রাহমানিয়া আরাবিয়া ২০১২-১৩ ফুযালা পুনর্মিলনী অনুষ্ঠিত

হাসান আল মাহমুদ

by hsnalmahmud@gmail.com

দেশের অন্যতম শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ, রাজধানীর মোহাম্মদপুর সাতমসজিদে অবস্থিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস (ফুযালা) সমাপনকারী শিক্ষার্থীদের পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) জামিয়ার সন্নিকটে অবস্থিত তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশন মিলনায়তনে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সেই বর্ষের সাবেক ছাত্ররা।

বিজ্ঞাপন
banner

পুনর্মিলনী অনুষ্ঠানে জামিয়ার শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক সাবেক এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক হৃদয়গ্রাহী নসিহত প্রদান করেন এবং আলেম সমাজের দায়িত্ব ও নেতৃত্বে অবিচল থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জামিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক এবং শিক্ষাসচিব মাওলানা আশরাফুজ্জামান সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের দিকনির্দেশনাও লাভ করেন।

সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফুযালারা তাদের ছাত্রজীবনের স্মৃতিচারণ, বর্তমান কর্মজীবনের অভিজ্ঞতা এবং দাওয়াহ ও শিক্ষার খেদমতে তাদের অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।

অনুষ্ঠানে পরস্পরের মধ্যে কর্মপদ্ধতি ও সমাজিক দায়বদ্ধতা বিষয়ে মতবিনিময় হয় এবং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে ভবিষ্যতে জামিয়ার সাবেক ছাত্রদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও সংযুক্তি আরও সুদৃঢ় হয়।

দিনের শেষ প্রহরে জামিয়ার উত্তরোত্তর উন্নতি এবং এর মহান প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

সফল এই পুনর্মিলনী অনুষ্ঠান সকলের মাঝে আবেগ, সৌহার্দ্য ও ইসলাহি অঙ্গীকারের নবউদ্যোম সৃষ্টি করে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222