ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল হতে পারে: সানাউল্লাহ

by amirulislamluqman20@gmail.com

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দু’ মাস, অর্থাৎ ৬০ দিন আগে আগে ঘোষণা আসবে। সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বর মাসের প্রথমার্ধে আসবে বলে ধরে নেয়া যেতে পারে। রোজা যদি হয় (ফেব্রুয়ারির) ১৮ তারিখ, তাহলে তার আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দু’ চার দিন সময় দিতে হবে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আগামী মাস থেকেই নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার এডুকেশনের কাজ করবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরো জানান, নির্বাচনি প্রচারণায় এআই-এর ব্যবহার ও ভুয়া তথ্য প্রচার প্রতিহত করার জন্য কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক উদ্দেশ্য হলো, ব্যান্ডউইথ না কমিয়ে নির্বাচনটা করা।

ভোটের দিন গণমাধ্যমসহ কেউই ড্রোন ব্যবহার করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, কারণ কোনটা গণমাধ্যমের ও কোনটা গণমাধ্যমের না, তা চিহ্নিত করা অনেক কঠিন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222