কক্সবাজার-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আল্লামা ওবায়দুল কাদের নদভী কাসেমী

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন বিশিষ্ট আলেম, খতিব ও সমাজসেবক আল্লামা ওবায়দুল কাদের নদভী কাসেমী। দ্বীনি অঙ্গনে ‘বড় হুজুর’ নামে সুপরিচিত এই মনীষী এলাকায় ইসলামী মূল্যবোধ, মানবকল্যাণ ও ন্যায়ভিত্তিক উন্নয়নের প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন।

বিজ্ঞাপন
banner

আল্লামা নদভী কাসেমী বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ সোনারগাঁও শাখার স্থায়ী প্রতিনিধি। তিনি কওমি ও আরবি শিক্ষায় সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের অধিকারী। প্রখ্যাত আলেমে দীন ও দাঈ আলহাজ্ব ডা. বদরুদ্দোজা (রহ.)-এর সুযোগ্য সন্তান আল্লামা নদভী দারুল উলুম দেওবন্দ ও ভারতের ঐতিহ্যবাহী নাদওয়াতুল উলামা থেকে উচ্চতর ইসলামি শিক্ষা লাভ করেন। উপমহাদেশের বহু আলেম থেকে তিনি ইজাযত ও খিলাফত লাভ করেন।

শুধু ধর্মীয় অঙ্গন নয়, শিক্ষা ও সমাজ উন্নয়নে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে মাদরাসাতুশ শরফ আল ইসলামিয়া ও এতিমখানা, জামিয়াতুজ জাহরা মহিলা মাদরাসা, আল্লামা আবুল হাসান আলী নদভী (রহ.) মডেল স্কুল, দারুস সালিকীন জামে আবু যর গিফারী (রহ.) মারকাযসহ বহু দ্বীনি ও আধুনিক শিক্ষাকেন্দ্র।

অঞ্চলের সার্বিক উন্নয়নে তিনি দ্বাদশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এতে রয়েছে আধুনিক বেড়িবাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র ও মোবাইল মেডিকেল ইউনিট স্থাপন, মহেশখালী ও কুতুবদিয়ায় টানেল অথবা সেতু নির্মাণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি ও মৎস্যখাতে উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, দুর্নীতিমুক্ত উন্নয়ন এবং যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ।

বিভিন্ন দুর্যোগকালীন সময়েও তিনি সক্রিয়ভাবে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে যুক্ত ছিলেন। চক্ষু চিকিৎসা শিবির, ঘর নির্মাণ, বনায়ন ও সামাজিক সচেতনতামূলক কাজেও তার ভূমিকা প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ইসলামি সাহিত্য সংস্থা ও মুসলিম ওয়ার্ল্ড লিগসহ বহু সংগঠনের সঙ্গে তিনি যুক্ত আছেন।

বাংলাদেশ খেলাফতে মজলিস মহেশখালী উত্তর শাখার উদ্যোগে আয়োজিত বিজয় রেলীর নেতৃত্ব দেন কক্সবাজার ২ মহেশখালীর উপজেলার গৌরব আল্লামা উবাইদুল কাদের নদভী কাসেমী।

নির্বাচনে রিকশা প্রতীকে মনোনয়ন ও স্বপ্ন-আশা নিয়ে আল্লামা ওবায়দুল কাদের নদভী কাসেমী ৩৬ নিউজকে এক সাক্ষাৎকারে বলেন, ‘এই এলাকা শুধু অবহেলিত নয়, প্রতারিতও। আমি চাই দ্বীনি মূল্যবোধ, মানবতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমে এ জনপদের মানুষের ভাগ্যোন্নয়ন করতে।’

সংসদে যাওয়ার সুযোগ পেলে তিনি দেশের ধর্মীয় মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ আইন পাসের ঘোষণা দিয়ে বলেন, ‘আল্লাহ পাক সংসদে যাওয়ার দিলে সর্বপ্রথম আল্লাহর শ্রেষ্ঠমানব, শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ব্যঙ্গ করে, তিরস্কার করে এমনকি যারা নবী দাবি করে, তাদের বিরুদ্ধে আইন পাস করব।’

মহেশখালী উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে আল্লামা নদভী বলেন, ‘এলাকায় চিকিৎসা ও শিক্ষার সুযোগ সীমিত। আমি আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা এবং মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।’

গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘মহেশখালীতে কয়লার খনি থাকলেও এখানকার মানুষ গ্যাস ও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে এ সমস্যার সমাধান প্রয়োজন। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব।’

তিনি জনগণের উদ্দেশে এক আবেগপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আপনাদের সন্তান। দীন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এসেছি। ইসলামি আদর্শে গঠিত নেতৃত্ব চান—তাহলে রিকশা মার্কায় ভোট দিন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমে এগিয়ে আসুন।’

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222