ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির ঢাকায় গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসিরকে শুক্রবার (৮ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পল্লবী থানায় হস্তান্তর করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে শনিবার সকালে তাকে জেলার কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশের একটি টিম।

সূত্রমতে জানা যায়, ফ্যাসিবাদের পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছিল আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। তিনি ফরিদপুর বাসস্ট্যান্ডের একচ্ছত্র অধিপত্য বিস্তার করতেন। তাকে নিয়মিত মাসোয়ারা না দিলে পরিবহন ব্যবসা করা সম্ভব হতো না বলে একাধিক শ্রমিক জানান।

বিজ্ঞাপন
banner

তাকে গ্রেপ্তারের দাবিতে ফরিদপুর একাধিকবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

গোলাম নাসিরের গ্রেপ্তারে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় ফরিদপুর ছাত্র-জনতার উপর হামলার মূলহোতা ছিলেন গোলাম নাসির। তিনি সম্মুখে থেকে নিজে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছিলেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা আরো একটি জোর দাবি জানাই সেটা হলো কোনো আইনজীবী যেন তার পক্ষে না লড়েন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, গতকাল সন্ধ্যার দিকে জনগণ গোলাম নাসিরকে ধরে পল্লবী থানায় হস্তান্তর করে। রাতেই ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশের একটি টিম গিয়ে তাকে সকালে ফরিদপুরে নিয়ে আসে। তাকে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222