খালেদা জিয়ার চিকিৎসায় যারা যুক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৯ আগস্ট) রাজধানী কাকরাইলে ডক্টর এসোসিয়েশন বাংলাদেশ ড্যাবের কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় ড্যাবের সদস্য ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ও আমার মায়ের জন্য গত আট বছরে আমরা যা করতে পারেনি তা চিকিৎসকরা করেছেন এজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই।
চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদ সময়ে আন্দোলন সংগ্রামে যারা নির্যাতনের শিকার হয়ে আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা আপনার করেছেন এই জন্য সারা দেশের মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
এআইএল/