মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের ভূখণ্ডে কোনো মার্কিন সামরিক অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে না। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
শনিবার (৯ আগস্ট) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা যায়, শেইনবাউমের এই অবস্থান প্রকাশ পায়, যখন ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দেন মেক্সিকোর মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে।
মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, ‘মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে, তবে এর মানে এই নয় যে, মার্কিন সেনারা আমাদের ভূখণ্ডে মোতায়েন হবে। আমরা এ ধরনের যেকোনো হস্তক্ষেপকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি। এটি কোনো চুক্তির অংশ নয় এবং কখনো হবে না।’
তিনি আরও জানান, অতীতেও এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে এবং ভবিষ্যতেও এই অবস্থান অপরিবর্তিত থাকবে। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রেসিডেন্টের বক্তব্য সমর্থন করে জানিয়েছে, দেশের ভেতরে মার্কিন সেনা মোতায়েন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক মাসে যুক্তরাষ্ট্র একাধিকবার প্রস্তাব দিয়েছে মেক্সিকোর মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর জন্য, তবে মেক্সিকান কর্তৃপক্ষ প্রতিবারই তা নাকচ করেছে।
সূত্র: এক্সপ্রেস নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/