জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় স্বশস্ত্র সংগ্রামীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।
আজ শনিবার (৯ আগস্ট) এই বন্দুকযুদ্ধ নবম দিনে গড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অঞ্চলের অন্যতম দীর্ঘতম সংঘর্ষ এটি। অস্ত্রধারীরা ঘন বনাঞ্চলে সুসংগঠিতভাবে অবস্থান নেওয়ায় অভিযান দীর্ঘায়িত হচ্ছে।
চিনার কর্পস এক্সে পোস্ট করে জানিয়েছে, ‘জাতির জন্য কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সাহসী যোদ্ধা ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিংকে সশ্রদ্ধ সালাম। তাদের সাহস ও নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
সরকারি সূত্র জানিয়েছে, ‘রাতভর সংঘর্ষে আরো দুই সেনা আহত হয়েছেন, ফলে এ পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ সন্ত্রাসবিরোধী অভিযান, যেখানে শতাধিক সেনা অংশ নিচ্ছেন। সন্ত্রাসীদের খুঁজে বের করতে সেনারা ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করছেন। ড্রোন থেকে লক্ষ্যভেদী বিস্ফোরকও নিক্ষেপ করা হচ্ছে।
এআইএল/