আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
শনিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, আগামী নির্বাচনে কোনো রকম বিশৃঙ্খলা বা বাধা দেয়া হবে না। আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক থাকবে। তবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তা তদন্তের পর প্রয়োজন হলে ভোট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, নির্বাচনে কাদের সম্পৃক্ত করা যেতে পারে সে বিষয়ে কমিশন কাজ করছে এবং সময়ের সঙ্গে বিষয়টি স্পষ্ট হবে।
হাআমা/