রবিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

by hsnalmahmud@gmail.com

আগামীকাল রবিবার (১০ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে। উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্দিষ্ট স্থানগুলোতে টানিয়ে দেবেন। এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন।

শনিবার (৯ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খসড়া সম্পূরক তালিকায় নতুন ভোটারসহ সংশ্লিষ্ট তথ্য রবিবার প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন
banner

সম্পূরক তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তি, অযোগ্যদের নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং অন্যান্য সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি ঠিক করার জন্য ২১ আগস্ট পর্যন্ত দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) দাখিল করা যাবে।

দাখিলকৃত দরখাস্তসমূহ উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার দ্বারা ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর সকল প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশিত হবে।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যারা ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করবেন, তারাও ১৫তম জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222