ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

by amirulislamluqman20@gmail.com

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে ৯ আগস্ট সন্ধ্যায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কয়েকজন ব্যক্তি বিকালে নৌকা দিয়ে যাওয়ার সময় নদীতে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ দেখে চিৎকার শুরু করেন। পরে গ্রামবাসী এসে লাশ উদ্ধার করেন।

মারা যাওয়া শিশু দুটি হলো তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪)। তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে। কদমতলী গ্রামের কয়েকজন জানান, বিকালে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলায় বসে থাকতে দেখেছেন তারা। এর কিছুক্ষণ পরই নদীতে তাদের লাশ ভেসে থাকার খবর পাই। সম্ভবত তারা ঘাটলা থেকে পানিতে পড়ে গেছে।

বিজ্ঞাপন
banner

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী বলেন, আমি মর্মান্তিক ঘটনাটি শুনেছি। বর্ষা মৌসুমে বাড়ির চারদিকে পানি থাকে। তাই শিশুদের প্রতি নজর রাখার আহ্বান জানাচ্ছি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222