শাপলা শহীদ পরিবার ও আহতদের সহায়তায় ‘শাপলা শহীদ গার্ডিয়ান ফোরাম’ গঠন

by hsnalmahmud@gmail.com

শাপলা চত্বর ও মো-দি বিরোধী আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মধ্যে অসহায়দের সহায়তায় নিয়মিত উদ্যোগ নিয়েছে শাপলা স্মৃতি সংসদ। এ লক্ষ্য বাস্তবায়নে ‘শাপলা শহীদ গার্ডিয়ান ফোরাম’ গঠন করা হয়েছে, যেখানে একেকজন গার্ডিয়ান একেকটি পরিবারের দায়িত্ব নেবেন।

গার্ডিয়ান সদস্য সংগ্রহের অংশ হিসেবে আজ ঢাকার একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন,

বিজ্ঞাপন
banner

“শাপলার শহীদদের রক্তের মাধ্যমে ফ্যাসিবাদ পতনের ভিত্তি রচিত হয়েছে এবং ইসলামের নবজাগরণ সৃষ্টি হয়েছে। যারা জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের পরিবারকে নিজের পরিবারের মতো দেখভাল করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব বাংলাদেশের প্রতিটি মানুষের।”

তিনি সবাইকে এই উদ্যোগের সহযোগী হয়ে নেকীর কাজে অংশগ্রহণের আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে অনেকে নিয়মিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন এবং মাসিক কিংবা এককালীন বাৎসরিক সহায়তার ফরম পূরণ করেন।

সভা থেকে দেশের বিত্তবান ও সামর্থবানদেরও এই মহৎ কাজে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

বিস্তারিত তথ্য ও ফরম পেতে শাপলা স্মৃতি সংসদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে: 01341-579598

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222