স্পেনের ঐতিহাসিক কর্ডোবা মসজিদে আকস্মিক অগ্নিকাণ্ডে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত তৎপরতায় ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রবিবার (১০ আগস্ট) এক্সপ্রেস নিউজের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুনের বিস্তার রোধ করে। উদ্ধার অভিযানে পর্যটক ও মসজিদের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হলেও সম্ভাব্য ঝুঁকি এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সারা রাত ঘটনাস্থলে অবস্থান করেন। কর্ডোবার মেয়র জানান, যদি কয়েক মিনিট দেরি হতো তবে ক্ষতি অপূরণীয় হতে পারত।
বর্তমানে গির্জায় রূপান্তরিত কর্ডোবা মসজিদ-ক্যাথেড্রাল ইউনেসকোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত। প্রতিবছর এখানে লাখো পর্যটক ভ্রমণে আসেন। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দেয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, শনিবার থেকে মসজিদ-ক্যাথেড্রাল পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত অংশটি এখনো বন্ধ রয়েছে এবং মেরামত কাজ চলছে।
সূত্র: এক্সপ্রেস নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/