ধাক্কামারা ছিনতাই চক্রের দুর্ধর্ষ দুই নারী সদস্য গ্রেফতার

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর তেজগাঁওয়ে দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা হলেনজুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথি আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চত করেন।

বিজ্ঞাপন
banner

গত শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে তেজগাঁও থানাধীন বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তেজগাঁও থানা সূত্র জানায়, ৭ম তলার লিফটের সামনে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে ৪০ হাজার টাকা চুরি করে আসামিরা। সন্দেহ হলে ওই নারী ব্যাগ পরীক্ষা করে টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন এবং ডাক চিৎকার দেন। নিরাপত্তা প্রহরীরা এগিয়ে এসে দুই নারীকে আটক করে, তবে তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত অন্য দুই ভুক্তভোগী জানান, তাদের কাছ থেকেও যথাক্রমে এক লাখ টাকা, ৪.৫ গ্রাম ওজনের স্বর্ণের টিকলি (মূল্য প্রায় ৬৪ হাজার ৫০০ টাকা) ও ১০ হাজার টাকা চুরি হয়েছে।

পরে নারী পুলিশের সহায়তায় যুথি আক্তারের ব্যাগ থেকে চুরি যাওয়া মোট এক লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, যুথি আক্তার আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। চক্রটি শপিং মল, রাস্তা ও গণপরিবহনে চুরির সঙ্গে জড়িত।

এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222