নেতানিয়াহুর গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে তেল আবিবে ইহুদিদের ব্যাপক বিক্ষোভ

by amirulislamluqman20@gmail.com

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরাইলি।

শনিবার (৯ আগস্ট) রাতের এই বিক্ষোভে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। খবর রয়টার্সের।

বিজ্ঞাপন
banner

এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত করবে। নেতানিয়াহুর এ সিদ্ধান্তের ক্রমশও বিরোধিতা বাড়ছে জনমনে। এছাড়া সেনাবাহিনীও হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পদক্ষেপ জিম্মিদের জন্য মারাত্মক হতে পারে।

নেতানিয়াহুর এ সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার রাতে তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরাইলি। তাদেরই একজন লিশাই মিরান লাভি বলেন, ‘এটি শুধুই সামরিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে। ’

মিরান লাভি হামাসের হাতে বন্দি জিম্মি ওমরি মিরানের স্ত্রী। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য হস্তক্ষেপের আহ্বান জানান।

শনিবারের এই বিক্ষোভে এক লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকেরা।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222