গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে ইউরোপের বিভিন্ন দেশে লাখো মানুষ বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত এসব সমাবেশে বিক্ষোভকারীরা ইসরায়েলি হামলা বন্ধ ও অবিলম্বে জানান।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, যুক্তরাজ্যে ৩০তম জাতীয় প্যালেস্টাইন মার্চের অংশ হিসেবে বিপুল জনতা লন্ডনের রাসেল স্কয়ার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল করে। ‘গাজায় অনাহার বন্ধ করুন’ শিরোনামে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) ব্রিটিশ সরকারকে গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানায়।
ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্রিটিশ সরকারের ‘গণহত্যায় জড়িত থাকার’ অভিযোগ তোলেন।
সুইডেনের স্টকহোমেও শত শত মানুষ ওডেনপ্ল্যান এলাকায় জড়ো হয়ে ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার প্রতিবাদ জানায়। পরে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে মিছিল করে। অংশগ্রহণকারীরা মার্কিন সমর্থনেরও তীব্র সমালোচনা করেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ২১ জন নিহত ও ৩৪১ জন আহত হয়েছে। ২৭ মে থেকে এ পর্যন্ত সাহায্য সংগ্রহের সময় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৩ এবং আহত ১২ হাজার ৫৯০ জনে। দুর্ভিক্ষ ও অপুষ্টিতে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৮ শিশু সহ মোট মৃতের সংখ্যা ২১২ জন।
স্পেনের মাদ্রিদেও ফিলিস্তিনপন্থী সমাবেশ হয়, যেখানে অনেকে হাঁড়ি-পাতিল হাতে গাজার দুর্ভিক্ষের প্রতিবাদ জানান। একইভাবে সুইজারল্যান্ডের জেনেভায় হাজারো মানুষ জার্ডিন অ্যাংলাইসে সমবেত হয়ে ইংরেজি, ফরাসি ও আরবি ভাষায় স্লোগান দিয়ে ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেন। এখানেও বিক্ষোভকারীরা হাঁড়ি-পাতিল বাজিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেন এবং ফিলিস্তিনিদের ওপর আন্তর্জাতিক সমর্থন বন্ধের দাবি জানান।
সূত্র: আনাদোলু এজেন্সি
অনুবাদ: হাসান আল মাহমুদ