জুলাই ঘোষণাপত্রে উপেক্ষিত ইতিহাস অন্তর্ভুক্তির দাবিতে যৌথ সংবাদ সম্মেলন

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক >>

জুলাই ঘোষণাপত্রে ১৯৪৭ সালের ইতিহাস, পিলখানা ট্র্যাজেডি, শাপলা গণহত্যা এবং ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস অন্তর্ভুক্তির দাবিতে আজ সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

এই সংবাদ সম্মেলনের আয়োজন করছে—

  • বিডিআর কল্যাণ পরিষদ (মিলিটারি ও সুবিধাবঞ্চিত বিডিআর সদস্যদের পক্ষ থেকে) – পিলখানা ট্র্যাজেডি (২০০৯)
  • হেফাজতে ইসলাম বাংলাদেশ – শাপলা গণহত্যা (২০১৩)
  • গণঅধিকার পরিষদ – কোটা সংস্কার আন্দোলন (২০১৮)
  • নিরাপদ সড়ক আন্দোলন (নিসাআ) – নিরাপদ সড়ক আন্দোলন (২০১৮)
  • বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন

আয়োজকরা জানান, জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি এসব গুরুত্বপূর্ণ ও রক্তক্ষয়ী ঘটনাকে উপেক্ষা করা জাতির ইতিহাস বিকৃত করার শামিল। তাই জনগণের রক্ত ও আন্দোলনের অর্জনকে যথাযথ মর্যাদা দিতে ঘোষণাপত্রে এসব ইতিহাস অন্তর্ভুক্ত করা জরুরি।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222