তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে ১৬ ভবন ধসে, নিহত ১

by hsnalmahmud@gmail.com

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেশির প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে। এতে এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৯ জন।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালিকেশিরের সিনদিরগি শহর, যার গভীরতা ছিল প্রায় ১১ কিলোমিটার। কম্পন অনুভূত হয় ইস্তানবুলসহ আশপাশের শহরগুলোতেও।

বিজ্ঞাপন
banner

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, নিহত বৃদ্ধার বয়স ৮১ বছর এবং তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে উল্লেখ করেন। এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে তিনি বলেন, “আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।”

তথ্যসূত্র: বিবিসি, এপি

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222