ছাত্রদলের নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে সহনশীলতা বজায় রাখার নির্দেশনা

by hsnalmahmud@gmail.com

জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিনয়, পরিশীলতা ও সহনশীলতার সঙ্গে আচরণ করার নির্দেশ দিয়েছে। সংগঠনের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং পারস্পরিক সম্মানের গুরুত্বে তারা গুরুত্বারোপ করেছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রবিবার (১০ আগস্ট) রাতে দপ্তর সম্পাদক (সহসভাপতি) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

তাদের বক্তব্য, তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম গণমানুষের মত প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। এই মাধ্যম ব্যবহারে নেতাকর্মীদের দায়িত্বশীল ও সম্মানজনক আচরণ অপরিহার্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মতাদর্শগত পার্থক্য থাকলেও তা পারস্পরিক শ্রদ্ধাশীল ও সম্মানজনক উপায়ে প্রকাশ করতে হবে। ছাত্রদল সব নারীর প্রতি শ্রদ্ধাশীল এবং রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে উৎসাহ দেয়।

তারা সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতির প্রতি শ্রদ্ধাশীল। বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর পর্দা বিধানের প্রতি পূর্ণ সম্মান জানায়।

ছাত্রদল নেতারা জানায়, শিক্ষাঙ্গনে সেক্যুলারিজমের নামে পর্দার ওপর যে কড়াকড়ি আরোপের চেষ্টা হয়েছে, তারা বারবার তার প্রতিবাদ করেছে এবং ভবিষ্যতেও করবে।

অবশেষে তারা সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিনয়, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি মেনে চলার আহ্বান জানায়।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222