মালয়েশিয়া সফরে এসেছেন সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববী সা:-এর ইমাম শায়খ ড. সালেহ বিন মোহাম্মদ আল বাদির।
রোববার (১০ আগস্ট) সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানায়, শনিবার শায়খ সালেহ বিন মোহাম্মদ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মুসা বিন ইবরাহিম আস সালিম, মালয়েশিয়া পার্লামেন্টের স্পিকার ড. জাওহারি বিন আবদাহ ও দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাঈম মুখতার।
এসপিএ জানায়, এরপর প্রধানমন্ত্রীর সাথে মসজিদে নববীর ইমামের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মধ্যপন্থা ও সহনশীলতার মূল্যবোধ প্রচারে সৌদি আরবের প্রচেষ্টার প্রশংসা করেন।
তিনি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ইসলাম ও বিশ্ব মুসলিম উম্মাহর সেবা এবং পবিত্র দুই মসজিদের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য গৃহীত উদ্যোগেরও প্রশংসা করেন।
বৈঠকের শেষ মুহূর্তে মসজিদে নববীর ইমামের কাছ থেকে পবিত্র কোরআনের প্রতিলিপি উপহার পান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম।
মসজিদে নববীর ইমাম শায়খ ড. সালেহ বিন মোহাম্মদের মালয়েশিয়া সফর সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলাম ও বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর খেদমতের লক্ষ্যে গৃহীত উদ্যোগের অংশ।
এনআর/