চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের এনসিপি নেতা নিজামকে ফের শোকজ

by naymurbd1999@gmail.com

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে আবারো চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর (সোমবার ১১ আগস্ট) তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দলটি।

নগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দফতর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত নোটিশে নিজাম উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম নগরের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
banner

এর আগে, গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে এক নারী দুই কোটি টাকা চাঁদা না দেয়ায় তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন। সেই সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের ভিত্তিতে তার পদ স্থগিত করা হলেও পরে তা ফেরত দেয়া হয়।

জানা গেছে, রোববার (১০ আগস্ট) প্রকাশিত এক ভিডিওতে নিজাম উদ্দিনকে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে পাঁচ লাখ টাকা চাওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়। ভিডিওতে তাকে আফতাব হোসেন রিফাত নামের এক ব্যক্তির সাথে অর্থ লেনদেন নিয়ে কথা বলতে শোনা যায়।

ভিডিওতে আফতাবকে বলতে শোনা যায়, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?’ জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?’ উত্তরে আফতাব বলেন, ‘হ্যাঁ।’ কত টাকা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘পাঁচ।’ এরপর নিজাম উদ্দিন বলেন, ‘আরও বেশি নিতা প্রেশার দিয়ে, তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না। নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম।’

ভিডিওটি ফেসবুকে আপলোড করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। তিনি পোস্টে লিখেছেন, ‘সাইফ পাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা।’

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222