নতুন ২২ দল চূড়ান্ত, মাঠ পর্যায়ে শুরু হচ্ছে তদন্ত

by naymurbd1999@gmail.com

সম্প্রতি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য করা ১৪৩টি আবেদন থেকে প্রাথমিকভাবে চূড়ান্ত ২২টির দলের বিষয়ে মাঠ পর্যায়ের যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। দলগুলোর দেওয়া তথ্য ও মাঠ পর্যায়ের বাস্তবতার ওপর ভিত্তি করে এ যাচাই কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, সোমবার সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নতুন দল নিবন্ধনের জন্য মোট ১৪৩টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ২২টি দলকে প্রাথমিকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে এবং এই ২২ দলকে নিয়ে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করা হবে। বাকি ১২১টি দলকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

১. ফরোয়ার্ড পার্টি : এই দলের মহাসচিব হিসেবে রয়েছেন মো. মাহবুবুল আলম চৌধুরী।

২. আমজনতার দল : কর্নেল মিয়া মসিউজ্জামান এই দলের সভাপতি।

৩. বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) : চেয়ারম্যান এমএম শাহাদাত।

৪. বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) : মো. নুরুল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

৫. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : দলটির মহাসচিব মুহাম্মদ মুসা বিন ইযহার।

৬. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) : এই দলের সমন্বয়ক মাসুদ রানা।

৭. মৌলিক বাংলা :  দলটির সাধারণ সম্পাদক ফুয়াদ সাকী।

৮. বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভোলপমেন্ট পার্টি : দলটির চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন।

৯. জাতীয় জনতা পার্টি : অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর আকন এই দলের চেয়ারম্যান।

১০. জনতার দল : ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চেয়ারম্যান পদে রয়েছেন।

১১. জনতা পার্টি বাংলাদেশ : ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন এবিএম ওয়ালিউর রহমান খান।

১২. বাংলাদেশ আম জনগণ পার্টি : দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন।

১৩. জাতীয় নাগরিক পার্টি-এনসিপি : মো. নাহিদ ইসলাম এই দলের আহ্বায়ক।

১৪. বাংলাদেশ জাতীয় লীগ : দলটির চেয়ারম্যান মাহবুবুল আলম।

১৫. ভাসানী জনশক্তি পাটি : শেখ মো. রফিকুল ইসলাম এই দলের চেয়ারম্যান।

১৬. বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ : দলটির সভাপতি মো. আতিকুর রহমান (রাজা)।

১৭. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম) : দলটির সভাপতি আব্দুস সামাদ সুজন।

১৮. জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ) : এই দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

১৯. জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি : দলটির মহাসচিব মুফতি মোহাম্মদ আবদুল কাইয়ুম।

২০. বাংলাদেশ বেকার সমাজ (বাবেস) : দলটির সভাপতি মো. হাসান।

২১. বাংলাদেশ সলুশন পার্টি : শামছুল হক এই দলের সভাপতি।

২২. নতুন বাংলাদেশ পার্টি : দলটির চেয়ারম্যান মেজর (অব.) সিকদার আনিসুর রহমান।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222