ভারতীয় সংসদে বাঘের বদলে গরুকে জাতীয় পশুর করার আবেদন

by naymurbd1999@gmail.com

ভারতের জাতীয় পশু বাঘ হলেও এবার গরুকে জাতীয় পশুর স্বীকৃতির দাবি উঠল দেশটির সংসদে।

মঙ্গলবার (১২ আগস্ট) এই দাবি উত্থাপন করেন বিজেপির সিনিয়র নেতা ও উত্তরাখণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

বিজ্ঞাপন
banner

তবে আপাতত ভারত সরকারের এমন কোনো পরিকল্পনা নেই বলে লোকসভায় জানিয়ে দিয়েছেন দেশটির মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত বিষয়ক প্রতিমন্ত্রী সত্য পাল সিং বাঘেল।

২০১৪ সালে মোদি সরকার ভারতে ক্ষমতায় আসার পর থেকেই অনেকেই অভিযোগ করেছিলেন যে, হয়ত শিগগিরই গরুকে দেশটির জাতীয় পশু ঘোষণা করে হবে এবং এর মাধ্যমে ভারতকে সম্পূর্ণ গোবলয়ে পরিণত করার পরিকল্পনা রয়েছে বিজেপির। দীর্ঘ দিন পর দলটির এক শীর্ষ নেতার এমন আবেদনের পরিপ্রেক্ষিতে সেই শঙ্কা আবারো সামনে এলো।

ভারতের অন্যান্য দলগুলোর তুলনায় গরুর প্রতি বিজেপির টান একটু বেশি লক্ষ্য করা যায়। দেশটির বিভিন্ন জায়গায় গরুর গোশত খাওয়ার ঘটনায় দলটি প্রতিবাদ জানায়। এ কারণে একাধিক স্থানে উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টিরও রেকর্ড আছে।

গরুর প্রতি বিজেপির এই অবস্থানে নারাজ কংগ্রেসসহ দেশটির অন্য বিরোধী দলগুলো। তাদের দাবি, এটি মানুষের খাদ্যাভ্যাসে মোদি সরকারের সরাসরি হস্তক্ষেপ। সূত্র : সংবাদ প্রতিদিন

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222