মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার সম্ভাবনা

by hsnalmahmud@gmail.com

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশটিতে উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির সুযোগ উন্মুক্ত করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুরের ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়াতে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন। নীতিগতভাবে মন্ত্রী এতে সম্মতি জানালেও চূড়ান্ত বাস্তবায়নের আগে উভয় দেশের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন
banner

বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা যেখানে স্নাতকোত্তর শেষে দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ পায়, বাংলাদেশি শিক্ষার্থীরা এতদিন সে সুযোগ থেকে বঞ্চিত ছিল।

এর আগে, মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক কুয়ালালামপুরে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং বাংলাদেশের ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের বিষয়ে আলোচনা হয়।

মালয়েশিয়ার মন্ত্রীরা অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের ‘থ্রি জিরো’ (দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা) প্রচারণার প্রতি আগ্রহ প্রকাশ করেন। এ সময় ইউনূস বিশ্বনেতাদের প্রতি আত্মবিধ্বংসী নয়, বরং মানবকল্যাণমুখী সভ্যতা গড়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান, যাতে দুই দেশের শিক্ষা সহযোগিতা আরও জোরদার হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ। সূত্র: বাসস

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222