ট্রাইব্যুনালে কেঁদে হাসিনা-কাদেরের বিচার চাইলেন ইয়াকুবের মা

by hsnalmahmud@gmail.com

রাজধানীর চানখারপুলে জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে শহীদ মো. ইয়াকুবের মা রহিমা আক্তার সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

ছেলের মৃত্যুর বর্ণনা দিতে দিতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করে বিচার দাবি করেন। তার ভাষায়, ছেলের হত্যার জন্য সরকারের উচ্চপদস্থরা দায়ী।

বিজ্ঞাপন
banner

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এদিন সাক্ষ্যগ্রহণ হয়। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলামসহ অনেকে।

এর আগে, ১২ আগস্ট দ্বিতীয় দিনের সাক্ষ্যে আঞ্জুয়ারা ইয়াসমিন ও শেখ জামাল হাসান চানখারপুলের ঘটনার বর্ণনা দেন এবং নিহতদের জন্য বিচার দাবি করেন। প্রথম দিনে (১১ আগস্ট) শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ দায়ীদের ফাঁসি দাবি করে সাক্ষ্য দেন।

এ মামলায় কারাগার থেকে চার পুলিশ কর্মকর্তা—শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম—কে আদালতে হাজির করা হয়েছে। পলাতক রয়েছেন আরও চারজন, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।

২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222