বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রিন্সিপাল এবং প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে নরসিংদী সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম আবদুল খালেক।
সভায় আরও বক্তব্য দেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক আহমেদ, জেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আকরাম হোসেন, ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাই প্রধান, মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার, তৌহিদ মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, শিলমান্দী তাহেরা আছমত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মনিরুল হক, একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির মৃধা, চর বেলাবো ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক আলতাফ হোসাইন সরকার, ধরবান্দা ফাজিল ডিগ্রি মাদরাসার প্রভাষক জাহিদুল ইসলাম, সরকারি হোসেন আলী কলেজের প্রভাষক আবুল হোসেন তারেক, সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন প্রধান এবং রহিমা হক চেতনা মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাষ্ণনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এম সাজ্জাদুল হাসান বলেন, ‘শিক্ষকের প্রধান দায়িত্ব শিক্ষা প্রদান। শিক্ষক তার শিক্ষার্থীদের নৈতিকতার পাঠ দেবেন, নিজের আচরণ ও কথাবার্তায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবেন। শিক্ষক মানুষ গড়ার কারিগর, তাদের সম্মান আকাশসম।’
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার বলেন, “শিক্ষকের আচরণেই শিক্ষার মান ফুটে ওঠে। শিক্ষক সমাজে সর্বোচ্চ সম্মানের অধিকারী।”
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা ও প্রয়োজনীয় বিষয় নিয়ে মতামত উপস্থাপন করেন।
হাআমা/