নরসিংদীতে নিরাপদ খাদ্য আইনে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা

by hsnalmahmud@gmail.com

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে নিরাপদ খাদ্য আইনের আওতায় বিশেষ অভিযানে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানজিলা মরিয়ম

বিজ্ঞাপন
banner

অভিযানে সহযোগিতা করে নরসিংদী জেলা পুলিশ ও র‌্যাব-১১ এর একটি চৌকস দল। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজিয়া হক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ওমর আলী

অভিযানে নরসিংদী শহরের ডিসি রোডের অরবিট রেস্টুরেন্ট-এ লেবেলবিহীন খাদ্যদ্রব্য, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত কৃত্রিম রং ব্যবহার, অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রির প্রমাণ মেলে। এ জন্য নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া স্টেশন রোডের রমেশ পোদ্দার সুইটমিট-এ রান্নাঘরের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ, অনিবন্ধিত খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে একই আইনে আরও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট তানজিলা মরিয়ম জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য আইন কঠোরভাবে প্রয়োগ অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222