ইসলামিক আমিরাতের চার বছরের অর্জন: সামরিক ও রাজনৈতিক দু’ক্ষেত্রেই জয়

by hsnalmahmud@gmail.com

আফগানিস্তান ইসলামিক আমিরাতের ক্ষমতায় পুনরাগমনকে চার বছর পূর্ণ করতে চলেছে। এ উপলক্ষে তালেবান সরকারের কর্মকর্তারা সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাদের অর্জনের দিকে আলোকপাত করেছেন।

কাতারের ইসলামিক আমিরাতের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান সুহাইল শাহিন বলেন, এই অর্জনগুলোর ফলে শত্রুর রাজনৈতিক ও কৌশলগত পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং দেশের প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয়েছে।

বিজ্ঞাপন
banner

শাহিন বলেন, ‘এই জয়ের বিশেষ দিক হলো, ইসলামিক আমিরাত কেবল সামরিক ক্ষেত্রেই নয়, রাজনৈতিক ক্ষেত্রেও সাফল্য অর্জন করেছে এবং বিজয়ের তীরে পৌঁছেছে। এই উদ্যোগের ফলাফল অত্যন্ত ইতিবাচক এবং আফগানিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার পথে পথ সুগম করেছে।’

তিনি আরও উল্লেখ করেন, ইসলামিক আমিরাতের সদস্যদের প্রচেষ্টা এবং আফগান জনগণের ত্যাগের কারণে বিশ্ব শক্তি ও তাদের মিত্ররা পরাজিত হতে বাধ্য হয়েছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা এই চার বছরের অর্জন নিয়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষক নাজিব উর-রহমান শামাল বলেন, ‘তালেবান সরকার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ার এবং আফগান জনগণের অর্থনৈতিক চাহিদা মেটানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এখনও সমস্যা রয়ে গেছে। caretaker সরকার এখনও জনগণের নির্বাচিত সরকারে পরিণত হয়নি।’

অন্য বিশ্লেষক সালিম পাইগির বলেন, ‘গত চার বছরে ইসলামিক আমিরাত আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় কেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী নয়, তার নিজস্ব দাবি থাকতে পারে।’

এর আগে ইসলামিক আমিরাতের সিনিয়র কর্মকর্তা আনাস হাক্কানি দোহা চুক্তিকেও যুক্তরাষ্ট্রের পরাজয় এবং ইসলামিক আমিরাতের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, চুক্তির মূল লক্ষ্য ছিল ক্ষমতা অর্জন, তবে প্রাক্তন রাষ্ট্রপতি আশরাফ গানির দেশত্যাগের কারণে ঘটনার ধারা পরিবর্তিত হয়েছে। সূত্র: টোলো নিউজ

অনুবাদ ও সম্পাদনা: হাসান আল মাহমুদ 

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222