নির্বাচনের ইচ্ছা প্রকাশ উপদেষ্টা আসিফের, যে পরামর্শ দিলেন শরীফ মুহাম্মদ

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনে অংশ নিলে বর্তমান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন।

বিজ্ঞাপন
banner

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ আছে। তবে কীভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াব, তা এখনও নিশ্চিত নয়। নির্বাচন করলে অবশ্য বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব।”

তফসিল ঘোষণার আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়া শিক্ষার্থীদের নতুন দল এনসিপি’তে যোগ দিয়ে তার প্রার্থী হওয়া হবে কি-না, সেটিও নিশ্চিত নয়। তিনি বলেন, “আমি কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব—এনসিপি’র হয়ে নাকি স্বতন্ত্র—তা এখনও ঠিক করিনি।”

আসিফ আরও মন্তব্য করেন, যে কেউ নির্বাচনে অংশ নিতে চান বা রাজনীতি করতে ইচ্ছুক, তাদের নির্বাচনী সরকারে থাকা উচিত নয়। তার ভাষায়, “এ বিষয়টি শুধুমাত্র আমি বা মাহফুজ আলমের ব্যাপার নয়। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবী রয়েছে। তাদের কারোও নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়।”

এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের এমন ইচ্ছাপ্রকাশের প্রতিক্রিয়ায় লেখক, গবেষক ও ইসলামি বুদ্ধিজীবি মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সদস্যের (উপদেষ্টা, বিশেষ সহকারি, বা সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক) এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়।

তিনি বলেন, বিদ্যমান সরকার কাঠামোটাই একদিক থেকে নির্বাচনকালীন ‘দল ও নির্বাচন নিরপেক্ষ’ সরকার।

‘শুধুমাত্র তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকালীন সরকারের পথচলা শুরু হবে, ব্যাপারটা সম্ভবত এমন না। লিখিত আইনের চেয়েও এ বিষয়ে কনভেনশন, মানিত রেওয়াজ এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট-এর বিষয়গুলো গুরুত্বপূর্ণ,’ মন্তব্য করেন তিনি।

শরীফ মুহাম্মদ আরও বলেন, ‘সরকারের কেউ যদি আসলেই নির্বাচন করতে চান, মনস্থ করেন বা ইচ্ছা প্রকাশ করেন, তাহলে শিগগির তার পদত্যাগ করা উচিত। অথবা ঘোষণা দিয়ে ইচ্ছা ত্যাগ করা উচিত। এমনটা না করা হলে নানা রকম বিশৃঙ্খলা ও জটিলতা তৈরি হতে পারে।’

তিনি পরিষ্কার করে জানান, ‘শৃঙ্খলা ও নিয়মের প্রয়োজনে কথাটা বলা, অন্য কোনো বিরোধিতা বা অপছন্দ থেকে বলা হয়নি।’

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222