পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ‘আর্মি রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন।
বুধবার রাতে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন এই বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বৃদ্ধিতে এক মাইলফলক হবে।
প্রধানমন্ত্রীর ঘোষণায় জানানো হয়, বাহিনীটি প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র পরিচালনা ও মোতায়েনের দায়িত্বে নিয়োজিত থাকবে। যদিও শেহবাজ শরিফ এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি, তবে পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “এটি ভারতের জন্যই তৈরি।”
বিশ্লেষকদের মতে, প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামরিক শক্তির সমকক্ষ হতে এবং কৌশলগত অবস্থান শক্তিশালী করতেই পাকিস্তান এই পদক্ষেপ নিচ্ছে। চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের পর এই ঘোষণা এল। সংঘাতে উভয় পক্ষই ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করেছিল।
দীর্ঘদিনের বিরোধ, বিশেষ করে কাশ্মীর ইস্যু ঘিরে, ভারত ও পাকিস্তান উভয়েই পরমাণু সক্ষম দেশ হয়েও ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধি করে আসছে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে নতুন রকেট ফোর্স পাকিস্তানের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
হাআমা/