পাথর লুটের ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে ফয়জুল করীমকে টার্গেট করা হচ্ছে

by naymurbd1999@gmail.com

সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে, যাতে প্রকৃত অপরাধীরা আড়াল পায় বলে দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “বছর খানেক আগে মুফতি ফয়জুল করীম এক মতবিনিময় সভায় ভোলাগঞ্জের পাথর উত্তোলন ও ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট করে অন্তর্বর্তী সরকারের কাছে পাথর উত্তোলনের অনুমতি প্রদানের আহ্বান জানিয়েছেন এবং পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। কিন্তু তার বক্তব্যকে কাট-ছাট করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে আরও বলা হয়েছে, “সিলেটের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ভোলাগঞ্জে পাথর চুরি করেছে। কিন্তু নীতিগত অবস্থান ব্যক্ত করায় মুফতি ফয়জুল করীমকে লক্ষ্য করে সমালোচনার বৃত্ত তৈরি করা হচ্ছে। এটি স্পষ্টভাবে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা।”

পাথর চুরির প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ। ভোলাগঞ্জ ও জাফলং এলাকায় উচ্চমানের সাদা পাথর সহজলভ্য হওয়ায় বহু বছর ধরে স্থানীয় ও রাজনৈতিক নেতাদের সঙ্গে কিছু অসাধু ব্যক্তি চুরি ও অবৈধ উত্তোলনের সাথে জড়িত। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলে পাথরের বাজারে চড়া দামের কারণে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়িক সংস্থা থেকে চুরি ও দখলবাজি পরিচালিত হয়।

মুফতি ফয়জুল করীম গত বছর সরকারকে আহ্বান জানিয়েছিলেন, পরিবেশের ভারসাম্য বজায় রেখে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে নিয়ন্ত্রিত পাথর উত্তোলনের ব্যবস্থা করা হোক।

তিনি বলেছিলেন, “যদি পাথর উত্তোলন যথাযথ নীতিমালা ও সরকারি নজরদারীর মধ্যে করা হয়, তাহলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে, এবং সরকারের পয়সা বিদেশে চলে যাবে না।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “ফয়জুল করীমের বক্তব্য সম্পূর্ণ নীতিগত ও বৈধ। কিন্তু তার কথাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত অপরাধী এখনো বের হয়নি, অথচ দোষ চাপানো হচ্ছে অন্যের ওপর।”

দলের বিবৃতিতে আরও আহ্বান জানানো হয়েছে, সিলেটের ভোলাগঞ্জ, জাফলংসহ যেসব এলাকায় পাথর পাওয়া যায়, সেগুলো থেকে নিয়ন্ত্রিত ও বৈধভাবে পাথর উত্তোলনের নীতি প্রণয়ন করা হোক। একই সাথে যারা পাথর লুটের সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনারও দাবি জানানো হয়েছে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222