পাকুন্দিয়ায় ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

by hsnalmahmud@gmail.com

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার হোসেন্দী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের মৃত ওমর ফারুকের ছেলে। তিনি হোসেন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন
banner

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ আগস্ট উপজেলার তালতলী বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শামীম মিয়া নামের এক বিএনপি কর্মী বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং আরো ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222