রাজধানীতে সরকারি সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে বিশেষ ফিকহী মজলিস অনুষ্ঠিত

by Nur Alam Khan
রাজধানীতে সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে একটি বিশেষ ফিকহী মজলিস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা মুফতিয়ানে কেরাম প্রবন্ধ উপস্থাপন, আলোচনা ও পর্যালোচনা করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের অন্যতম ইসলামি অর্থনীতি বিষয়ক গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীতে (সিআইইএস) এ মজলিস অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিটে জোহরের নামাজের মাধ্যমে সমাপ্ত হয়।
প্রথমেই সুকুক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিআইইএস-এর প্রিন্সিপাল ড. মুফতি ইউসুফ সুলতান। পরে উপস্থিত শরিয়া বিশ্লেষক ও মুফতিগণ আলোচনায় অংশ নেন।
মজলিসে সরকারি সুকুক বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশের পাশাপাশি এর শরিয়াহ ও গভর্নেন্স সম্পর্কিত কিছু আপত্তি ও ত্রুটি উঠে আসে। আলোচকরা এসব ত্রুটি সংশোধনের মাধ্যমে সরকারি সুকুককে আরও শরিয়া সম্মত ও জনগ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
দ্বিতীয় পর্বে সামাজিক ব্যবসা ও তার ইসলামি দৃষ্টিকোণ নিয়ে বিশদ গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন আইএফএ কনসালটেন্সির ফাউন্ডার ও ডিরেক্টর মুফতি আব্দুল্লাহ মাসুম।
তিনি প্রচলিত সামাজিক ব্যবসার বিকল্প হিসাবে ইসলামি অর্থনীতিতে সামাজিক ব্যবসার রূপরেখা উপস্থাপন করেন। উপস্থিত মুফতিগণ এর ওপর আলোচনা করে দেশে সামাজিক ব্যবসার ইসলামি বিকল্প প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন।
মজলিসে উপস্থিত ছিলেন বিশিষ্ট শরিয়া পরামর্শক মুফতি শাহেদ রহমানী, মুফতি আতীকুর রহমান খান, মুফতি মাসুম বিল্লাহ, মুফতি মুহাম্মদ উল্লাহ, মুফতি আব্দুল মালেক, মুফতি আরিফুল ইসলাম, মুফতি লোকমান হাসানসহ দেশের বিভিন্ন ফতোয়া বিভাগের দায়িত্বশীল প্রায় ১৫ জন বিজ্ঞ মুফতি।
এনএ/
banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222