রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না: পাকিস্তানকে মোদি

by hsnalmahmud@gmail.com

ভারতের স্বাধীনতা দিবসে চিরবৈরী পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৫ আগস্ট) নয়াদিল্লির লাল কেল্লায় আয়োজিত জাতীয় অনুষ্ঠানে তিনি অনুপ্রবেশমুক্ত ও সুরক্ষিত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন।

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় দেশটি, আর তার আগের দিন ১৪ আগস্ট স্বাধীনতা পায় পাকিস্তান। এক দেশ থেকে জন্ম নেওয়া দুই রাষ্ট্রের মধ্যে জাতি-ধর্মভিত্তিক বিভাজন ও সার্বভৌমত্বের হুমকি পারস্পরিক সম্পর্ককে কখনোই বন্ধুত্বপূর্ণ হতে দেয়নি।

বিজ্ঞাপন
banner

মোদি বলেন, “রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না”—পাকিস্তানের প্রতি তার এই মন্তব্য সীমান্তে অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন।

এ বছর লাল কেল্লার প্রাচীর থেকে মোদি ১০৫ মিনিটের ভাষণ দেন, যা গত বছরের ৯৮ মিনিটের চেয়ে দীর্ঘ। বক্তব্যে তিনি অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা জোরদারের অঙ্গীকারও ব্যক্ত করেন।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222