এবার ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে মিষ্টি বিতরণ

by hsnalmahmud@gmail.com

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মিষ্টি বিতরণ করেছেন একদল যুবক। শুক্রবার বিকেলে কয়েকজন তরুণ সেখানে দাঁড়িয়ে মিষ্টি বিলি করেন।

মিষ্টি বিতরণকারীদের একজন জানান, তারা “জাতীয় নাজাত দিবস” উপলক্ষে এই আয়োজন করেছেন। তার ভাষায়—“১৯৭৫ সালের ১৫ আগস্টে এ জাতি প্রথমবার মুক্তি পেয়েছে। আর ২০২৪ সালে হাসিনাকে বিতাড়নের মাধ্যমে দ্বিতীয়বার মুক্তি পেয়েছে।”

বিজ্ঞাপন
banner

এদিন ধানমন্ডি ৩২ নম্বরে মেজর (অব.) শরীফুল হক ডালিমের ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঐতিহাসিক ঘোষণা প্রচার করা হয়। সেই ঘোষণায় তিনি খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের কথা এবং সারা দেশে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন।

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ঘিরে বৃহস্পতিবার রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ভোর থেকে বাড়ির সামনের সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড বসানো হয়, যান চলাচল বন্ধ থাকে, আর এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সকাল থেকেই অনেক মানুষ সেখানে ভিড় জমান।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে গেলে এক নারীকে পুলিশ ফেরত পাঠায়। ওই নারীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডাও হয়। রাজধানীর এক এলাকার বাসিন্দা এই নারী নিজেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী বলে পরিচয় দেন।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222