আমি অসুস্থ হয়ে বাসায় আছি, কারো নজরদারিতে নেই: জেড আই খান পান্না

by naymurbd1999@gmail.com

১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামীপন্থী আইনজীবী জেড আই (জহিরুল ইসলাম) খান পান্না ও সাবেক আওয়ামী লীগ নেতা ড. কামাল হোসেন ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবের বাড়িতে যাননি।

যদিও গত কয়েকদিন ধরে বলা হচ্ছিলো, এই দুই আইনজীবীর নেতৃত্বে আওয়ামী লীগ কর্মী ও তাদের দোসর সাংস্কৃতিক ব্যক্তিদের মুখোশের আড়ালে মুজিববাদীরা ৩২ নম্বরে যাবে। সেখানে অবস্থান নিয়ে সরকার উৎখাতের ডাক দেয়া হবে। কিন্তু দেখা গেলো শুক্রবার ১৫ আগস্ট, এই দুইজন শেখ মুজিবের বাড়িতে যাননি।

বিজ্ঞাপন
banner

বরং শুক্রবার সন্ধ্যায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আমি অসুস্থ হয়ে বাসায় আছি। কারো নজরদারিতে নেই। আমার সন্তানের চাপে আছি।’

তার ফেসবুক পোস্টে তারই বন্ধুরা তাকে তুলোধুনো করে মন্তব্য করেন। তার এক বন্ধু লিখেছেন, ‘আপনি তো ২য় এরশাদ হয়ে গেলেন।’ আরেকজন লিখেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে আর কত দালালি করবেন।’

এদিকে শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যমে খবর বের হয়, আইনজীবী জেড আইন খান পান্নাকে গৃহবন্দী করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, জেড আই খান পান্নাকে গৃহবন্দী করা হয়নি। গৃহবন্দী করার খবরটি সত্য নয়।

ওই আইনজীবী গৃহবন্দী হওয়ার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসের বরাতে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএমপি কমিশনার বলেন, হতে পারে আলোচনায় থাকার জন্য এ রকম স্ট্যাটাস দিয়েছেন ওই আইনজীবী। ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত যাননি। এ কারণে হয়ত বা আলোচনায় থাকতে চান তিনি, যোগ করেন ডিএমপি কমিশনার।

কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে তিনি ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ফুল দিতে যাবেন বলে ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। গত মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে শুনানি করতে এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন করে সমালোচিতও হন তিনি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222