ঢাবি-ইস্তাম্বুলের দারুল মাখতুতাত পাণ্ডুলিপি সম্পাদনা সনদ পেলেন ফাতীহ মুহাম্মাদ সোলাইমান

by hsnalmahmud@gmail.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ ও ইস্তাম্বুলের দারুল মাখতুতাত যৌথ উদ্যোগে আয়োজিত ‘পান্ডুলিপি সম্পাদনা’ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ও দারুল মাখতুতাতের প্রধান পরিচালক অধ্যাপক ফয়সাল আল-হাফিয়ানের হাত থেকে ফাতীহ মুহাম্মাদ সোলাইমান সনদ গ্রহণ করেন।

উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহমুদ মাসরি বাতো (মহাপরিচালক, দারুল মাখতুতাত, ইস্তাম্বুল), অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান (ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও অধ্যাপক জুবায়ের মুহাম্মদ এহসানুল হক (চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।

বিজ্ঞাপন
banner

ফাতীহ মুহাম্মাদ সোলাইমান তার গবেষণা তত্ত্বাবধায়ক ড. কামরুজ্জামান শামীমকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে গবেষণা ও জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে পারব।’

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222