সৌদি আরবের প্রাক্তন গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল-ফাইসাল সম্প্রতি সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরব এমন এক যুদ্ধাপরাধীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে না, যিনি গণহত্যায় লিপ্ত।
তিনি বিশেষভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে এই মন্তব্য করেছেন। খবর ইস্ট মনিটরের।
প্রিন্স তুর্কি বলেন, ‘কীভাবে কেউ আশা করতে পারে যে সৌদি আরব এমন এক অপরাধী বা গণহত্যার পাগলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে?’ তিনি আরও উল্লেখ করেন, ‘বর্তমানে সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না,’ এবং যোগ করেন, ‘সৌদি আরবই আরব শান্তি উদ্যোগ উপস্থাপন করেছিল, যা এখনও টেবিলে রয়েছে।’
তিনি সৌদি আরবের শান্তির প্রচেষ্টার দীর্ঘ ইতিহাসের কথাও তুলে ধরে বলেন, শান্তি না আসা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব নয়। আরব শান্তি উদ্যোগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিয়মিত প্রস্তাবনার ভিত্তিতে তৈরি ছিল, এবং আন্তর্জাতিক আইনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, কোনো ‘হত্যাকারী মানসিকতার’ নেতার জন্য নয়।
সাক্ষাৎকারে প্রিন্স তুর্কি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ প্রস্তাবের কথাও উল্লেখ করেন, যা নিউইয়র্কে অনুষ্ঠিত দুই-রাষ্ট্র সমাধান সম্মেলনে উপস্থাপন করা হয়েছিল। প্রস্তাব অনুযায়ী গাজায় একটি প্রশাসনিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে, যাতে ফিলিস্তিন কর্তৃপক্ষ নাগরিক জীবনে ফিরে আসতে পারে, সরকারি সেবা প্রদান করতে পারে এবং পুনর্গঠন ও ভবিষ্যতের জন্য আশা দিতে পারে।
এআইএল/