কুতুবদিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী ওবায়দুল কাদের নদভীর নির্বাচনী মতবিনিময় সভা

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী কুতুবদিয়া উপজেলার সলক মাদরাসায় আইম্মায়ে মাসাজিদ, মাদরাসার মুহতামীম ও সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কুতুবদিয়া থানার সভাপতি মাওলানা আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা এবাদুল হক। এছাড়াও কুতুবদিয়া উপজেলার স্থায়ী নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

নির্বাচনী মতবিনিময় সভায় প্রার্থী ওবাইদুল কাদের নদভী বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে খেলাফত মজলিসকে বিজয়ী করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222