ভারতের স্বাধীনতা দিবস (১৫ আগস্ট) দেশটির উত্তর–পূর্বাঞ্চলে ব্যাপকভাবে বর্জন করা হয়েছে। আসাম, নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল প্রদেশে জনগণ ঘরে অবস্থান করে দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করেছেন।
শনিবার (১৬ আগস্ট) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা), ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন) এবং মণিপুরের ‘অ্যালায়েন্স ফর সোশ্যালিস্ট ইউনিটি কাংলিপাক’সহ বড় বড় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো জনগণকে সরকারি কর্মসূচি বর্জনের আহ্বান জানিয়েছিল।
এ সময় আসামে নিরাপত্তা বাহিনী ২২ জনকে গ্রেপ্তার করে। অন্যান্য রাজ্যেও দমন–পীড়ন চালানো হয়। তবুও মণিপুরে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট পালিত হয় এবং দিনটিকে ‘কলোনিয়াল ফ্রিডম ডে’ হিসেবে পালন করা হয়।
এর আগে, নাগাল্যান্ডে ১৪ আগস্ট পৃথক স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সেখানে গণসমাবেশে নাগা পতাকা উত্তোলন করা হয়। অরুণাচল প্রদেশের তিরাপ, চাংলাং ও লংডিং জেলায় সরকারি নিয়ন্ত্রণ দুর্বল দেখা যায় এবং সরকারি কর্মচারীদের জোর করে আয়োজনে যোগ দিতে বাধ্য করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উত্তর–পূর্বাঞ্চলে ‘এক ভারত’ স্লোগান দুর্বল হয়ে পড়ছে। স্থানীয় জনগণ নিজেদের স্বতন্ত্র পরিচয় ও স্বাধীনতার দাবিতে ভারতের জাতীয় দিবস বর্জন করছে।
এদিকে, জম্মু–কাশ্মীরেও ভারতের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালন করা হয়। বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন ও স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়া হয়।
সূত্র: এক্সপ্রেস নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/