আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আগামীকাল রবিবার (১৭ আগস্ট) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমীর শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করবেন।
দলীয় সূত্র জানিয়েছে, এবার ঘোষিত তালিকায় বিভিন্ন বিভাগ থেকে মনোনীত একাধিক প্রার্থীর নাম অন্তর্ভুক্ত থাকবে।
প্রথম ধাপে ঘোষিত প্রার্থী তালিকায় ঢাকার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় ধাপের তালিকা ঘোষণার মধ্য দিয়ে দলটির নির্বাচনী প্রস্তুতি আরও সুসংহত হবে বলে জানানো হয়েছে।
দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মনে করছেন, ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করার মাধ্যমে প্রতিটি অঞ্চলের নেতাকর্মীরা আরও সক্রিয়ভাবে নির্বাচনী প্রচার-প্রস্তুতিতে অংশ নিতে পারবেন।
হাআমা/