বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের আয়োজনে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি মাস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন সংগঠনের আমীরে মজলিস শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
এ সময় তাঁর হাতে সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগ দেন আলেম, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। দলে নতুন সদস্য অন্তর্ভুক্ত হওয়ায় আমীরে মজলিস তাদের স্বাগত জানান এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা মহানগর খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, মাসব্যাপী দাওয়াতি মাস কর্মসূচির মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং জনসম্পৃক্ততা বাড়বে।
হাআমা/